পঞ্চগড়ে যুবদলের দুই নেতাকে বহিষ্কার, একজন গ্রেপ্তার

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৮:৫১
---2025-08-23T185051-68a9b93d25c84.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের কারণে দুই ইউনিয়নের যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি শনিবার (২২ আগস্ট) রাতে তেঁতুলিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিশ্চিত করেন উপজেলা বিএনপির যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম ও সদস্য সচিব জাকির হোসেন।
বহিষ্কৃতরা হলেন- তেঁতুলিয়া সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নাজমুল ইসলাম সোহেল এবং দেবনগর ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুল জলিল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জেলা নেতৃবৃন্দের নির্দেশনায় উপজেলার ৭নং দেবনগর ইউনিয়ন বিএনপির যুবদলের আব্দুল জলিল এবং তেঁতুলিয়া সদর ইউনিয়নের সদস্য সচিব নাজমুল ইসলাম সোহেলকে যুবদলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বহিষ্কৃত আব্দুল জলিলের বিরুদ্ধে চাঁদাবাজি, নারী কেলেঙ্কারি, ফেসবুক লাইভে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নেওয়াসহ একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে চলমান বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মামলাও রয়েছে। তার অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে তাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের পর শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে তেঁতুলিয়া পুলিশ আব্দুল জলিলকে গ্রেপ্তার করেছে।
বিএনপি নেতারা জানান, দলের মধ্যে এই ধরনের সদস্য থাকতে চায় না এবং একটি সুশৃঙ্খল দল ও পরিবেশ গঠন করতে চাই।
সংবাদ সম্মেলনে পরিবেশ বিধ্বংসী ড্রেজার মেশিনে পাথর উত্তোলন প্রসঙ্গে বলা হয়, যুবদলের কেউ জড়িত থাকলে সঠিক তথ্য-উপাত্তসহ নির্ভয়ে সংবাদ প্রকাশ করতে হবে। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান নেওয়া হবে। আশা করা হচ্ছে, এ সিদ্ধান্ত ভবিষ্যতে অন্যদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে। শৃঙ্খলা ভঙ্গ করলে একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের তেঁতুলিয়া সদর ইউনিয়নের আহ্বায়ক এরশাদুল হক, দেবনগর ইউনিয়ন যুবদলের জাকির হোসেন, নাজমুল ইসলাম সোহেল এবং যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী।
- এসকে দোয়েল/এমআই