Logo

সারাদেশ

জামালপুরে বিএনপির সম্মেলনে জনসমুদ্র : ‘পিআর পদ্ধতি মানুষ বোঝে না, চায়ও না’

Icon

মেহেদী হাসান, জামালপুর

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৮:৫২

জামালপুরে বিএনপির সম্মেলনে জনসমুদ্র : ‘পিআর পদ্ধতি মানুষ বোঝে না, চায়ও না’

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘৭৫-এর ১৫ আগস্টের পর জিয়াউর রহমান দেশের হাল না ধরলে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হতো। দেশের মানুষ এখন নির্বাচনমুখী হয়েছেন। তারা পিআর পদ্ধতি বোঝেন না, আর সেটি চানও না।’

শনিবার (২৩ আগস্ট) বিকেলে জামালপুর জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, ‘আওয়ামী লীগ এখন নাইট ক্লাবে পরিণত হয়েছে। তারা দিনের বেলায় মিছিল করতে পারে না, রাত ছাড়া তাদের কোনো মিছিল হয় না।’

জামালপুর শহরের বেলটিয়া এলাকায় অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত এই সম্মেলনে জেলার সাতটি উপজেলা থেকে হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্মেলনস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় মাঠের বাইরে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের ঢল নামে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর