অভিনব কায়দায় ইয়াবা পাচার, সেনাবাহিনীর হাতে রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৯:২৫
---2025-08-23T192018-68a9c16428175.jpg)
ছবি : সংগৃহীত
কক্সবাজারে অভিনব কায়দায় পেটের ভেতর লুকিয়ে ইয়াবা পাচারের সময় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (২২ আগস্ট) রাত ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক যুবকের নাম মোহাম্মদ আব্দুল্লাহ (২০)। তিনি টেকনাফের লেদা (এলএমএস-২৪) রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ মাদকবিরোধী অভিযানে তাকে আটক করা হয়। পরে কক্সবাজার সদরের ঝিলংজা আর্মি ক্যাম্পে এনে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তার পেট থেকে ২ হাজার ৩৫০টি ইয়াবা বের করা হয়। পরে তাকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় সেনাবাহিনী।
মাদক পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
- ইমতিয়াজ মাহমুদ ইমন/এমআই