কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ২২ কক্ষ ভস্মীভূত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ২০:০৩
-68a9ca28abd8e.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া আনসার একাডেমি তিন নম্বর গেট এলাকায় শুক্রবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি টিনসেট কলোনির ২২টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় এক যুবক অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, রাত দেড়টার দিকে জসিমউদ্দিনের টিনসেট কলোনির ভাড়াটিয়া শাহিনুর বেগমের কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে।
এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা না গেলেও ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন, অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, দুপুরে ওই কক্ষের ইলেকট্রিক সুইচ কয়েকবার স্পার্ক করেছিল, তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হয়নি। গভীর রাতে সেখান থেকেই আগুন লাগে। এ ঘটনায় সাগর আহমেদ (২৫) নামে এক যুবক অগ্নিদগ্ধ হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস কর্মকর্তা ইফতেখার হাসান রায়হান চৌধুরী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
দেলোয়ার/এআরএস