ফার্মেসিতে ভুল চিকিৎসায় হাত-পা হারানো শিশু তানভীর আর নেই

ভোলা প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ২০:৩১
-68a9d0b8a4f1c.jpg)
ছবি : সংগৃহীত
ভোলার বোরহানউদ্দিনে ফার্মেসিতে ভুল চিকিৎসার কারণে হাত-পা হারানো ৮ বছরের শিশু তানভীর অবশেষে মারা গেছেন। শনিবার ভোর সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।
শিশু তানভীরের মৃত্যুর খবর পেয়ে তার গ্রামের বাড়িতে মা-স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। শনিবার বিকালে ভোলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে রাতেই মরদেহ দাফনের জন্য বাড়িতে নেওয়া হয়।
গত ২৩ এপ্রিল জ্বরে আক্রান্ত তানভীরকে স্বজনরা বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের গেট থেকে আকিব মেডিকেল হলের মালিক মো. আকিব উল্লাহর প্ররোচনায় শিশুটিকে তার ফার্মেসিতে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার পরিচয় দেওয়া স্যাকমো মো. শফিকুল ইসলাম বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে তানভীরকে ডেঙ্গু রোগী বলে চারটি ইনজেকশন দেন।
ইনজেকশন দেওয়ার পরপরই তানভীরের হাতে কালো দাগ দেখা দেয়। একপর্যায়ে তার হাত-পায়ে পচন ধরে এবং তা ভয়াবহ রূপ নেয়। প্রায় চার মাস ভোলা, বরিশাল, শিশু হাসপাতাল ও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন থাকার পর শনিবার তার মৃত্যু হয়।
তানভীরের চিকিৎসায় দরিদ্র পরিবার বসতভিটিসহ সব বিক্রি করে প্রায় ১৭ লাখ টাকা খরচ করে। এ ঘটনায় শিশু তানভীরের মা মিতা ১৫ জুলাই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলায় স্যাকমো শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগে বলা হয়, তিনি ডাক্তার না হয়েও ডাক্তার পরিচয়ে ভুল চিকিৎসা দিয়েছেন এবং ব্যবস্থাপত্রে ডেঙ্গু উল্লেখ করলেও শিশুর ডেঙ্গু ছিল না। মামলার অপর আসামি ফার্মেসি মালিক মো. আকিব উল্লাহ এখনো গ্রেপ্তার হয়নি।
শিশু তানভীরের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার ফুলকাচিয়া গ্রামে। সে চরমোনাই মাদ্রাসার হেফজ বিভাগে পড়াশোনা করত।
আদিল হোসেন তপু/এআরএস