-68a9d3657bb4e.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ভোলার লালমোহনে প্রায় ৩০ কেজি ওজনের একটি চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেলে অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে ভেসে আসা হরিণটি মঙ্গলসিকদার বাতিরখাল এলাকার নদীর পাড়ে উঠে আসে।
এ সময় স্থানীয়রা হরিণটিকে ধাওয়া করলে সেটি ছুটোছুটি শুরু করে। পরে এলাকাবাসী হরিণটিকে ধরার পর সাবেক ইউপি সদস্য মো. ইউসুফ মিয়া থানায় খবর দেন।
খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হরিণটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, অতি জোয়ারের পানিতে ভেসে হরিণটি লোকালয়ে চলে আসে। বন বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে হরিণটি তাদের জিম্মায় হস্তান্তর করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এআরএস