ঢাকা থেকে ঝিনাইদহ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতার গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ২১:০৬
-68a9d8f5dd33e.jpg)
ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকা থেকে ঝিনাইদহ জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শাকিল আহমেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে পান্থপথ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
ওসি জানান, দুইজনকে একই সময় ও একই স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ঝিনাইদহে আনার প্রস্তুতি চলছে।
গত বছরের ৫ আগস্টের পর থেকে তারা পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় শিবির কর্মী ইবনুল পারভেজ হত্যা মামলা ও বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগসহ একাধিক মামলা রয়েছে। তবে কখন তারা ঝিনাইদহে পৌঁছাবেন তা এখনো নিশ্চিত নয়।
বুরহান উদ্দীন/এআরএস