Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় নাবিকদের মিলনমেলা, উচ্চারিত হলো ঐক্যের স্লোগান

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ২১:১৯

আলফাডাঙ্গায় নাবিকদের মিলনমেলা, উচ্চারিত হলো ঐক্যের স্লোগান

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সকল নাবিকদের অংশগ্রহণে এক পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। এই পরিচিত সভা যেন হয়ে উঠেছিল এক ঐতিহাসিক মিলনমেলা; যেখানে শুধু আবেগ নয়, ছিল প্রত্যয়ের দীপ্তি। সবাই মিলে এক কণ্ঠে উচ্চারণ করলেন— ‘আমরা নাবিক সবাই এক।’

শনিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলা সদর বাজারের পুরাতন পরিবহন বাসস্ট্যান্ডে এ অনুষ্ঠানের আয়োজন করে ‘আলফাডাঙ্গা নাবিক ঐক্য যুবসমাজ’।

অনুষ্ঠানে বেলায়েত হোসেন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ নৌযান ফেডারেশনপর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খন্দকার কায়েমুল ইসলাম। 

প্রথম শ্রেণির মাস্টার মো. আরিফুজ্জামানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিআইডব্লিউটিসি’র ইনল্যান্ড মাস্টার মো. ইকরামুজ্জামান, মেরিন মাস্টার হিটলার হোসেন, উপজেলা বিএনপি নেতা কামরুল ইসলাম দাউদ, বিএনপির সৌদিআরব প্রবাসী বৃহত্তর ফরিদপুর জেলা কমিটির আহবায়ক আনোয়ার হোসেন ও সংবাদকর্মী মান্নু মিয়া প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, ‘আলফাডাঙ্গা উপজেলা থেকে বহু মানুষ দেশের বিভিন্ন স্থানে নাবিক পেশায় নিয়োজিত। তাই আমাদের পেশাদারিত্ব ও সামাজিক স্বীকৃতি বাড়াতে উপজেলার সকল নাবিককে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ ঐক্যবদ্ধ শক্তির কাছে কেউ আমাদের পরাজিত করতে পারবে না।’

আলোচনা সভা শেষে প্রয়াত নাবিকদের আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

রাকিবুল/এইচকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর