আলফাডাঙ্গায় জেলেদের নিয়ে সাঁতার প্রতিযোগিতা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ২১:২৮

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ফরিদপুরের আলফাডাঙ্গাতেও পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫।
সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের পুকুরে জেলেদের অংশগ্রহণে এক সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, ‘মৎস্য সপ্তাহ শুধু মাছ উৎপাদন বৃদ্ধির কর্মসূচি নয়; এ ধরনের আয়োজন গ্রামীণ সমাজে ঐক্য, আনন্দ ও সহযোগিতা বাড়ায়। এ প্রতিযোগিতার মাধ্যমে মৎস্যজীবী ও মৎস্যচাষিরা যেমন মিলিত হচ্ছেন, তেমনি মাছ উৎপাদন বৃদ্ধিতেও তারা উৎসাহিত হচ্ছেন।’
প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়।
উল্লেখ্য, জাতীয় মৎস্য সপ্তাহ গত ১৮ আগস্ট থেকে শুরু হয়ে ২৪ আগস্ট পর্যন্ত নানা আয়োজনের মধ্য দিয়ে চলবে।
রাকিবুল/এইচকে