Logo

সারাদেশ

বদলি ও তদবিরের সমস্যা কাটিয়ে উঠতে কাজ চলছে : প্রাথমিক শিক্ষা উপদেষ্টা

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ২১:৪৯

বদলি ও তদবিরের সমস্যা কাটিয়ে উঠতে কাজ চলছে : প্রাথমিক শিক্ষা উপদেষ্টা

ছবি : বাংলাদেশের খবর

কিশোরগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দিকনির্দেশনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা।

এছাড়া উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শামসুজ্জামান এবং এনডিসি পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) কামরুল হাসান। সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘হাওরাঞ্চলসহ চরাঞ্চলে শিক্ষকরা থাকতে চান না, তারা শহরে আসতে চান। এটি শুধু প্রশাসনিক নয়, বরং সামাজিক ও রাজনৈতিক সমস্যা। বদলি ও তদবিরের বিষয়গুলো ওপর থেকে আসে। আমরা চেষ্টা করছি এই সমস্যাগুলো সমাধান করতে।’

তিনি আরও বলেন, ‘হাওরাঞ্চলের গরিব মানুষদের যখন কাজের অভাব হয়, তখন তারা পরিবার নিয়ে অন্যত্র চলে যান। তাছাড়া বাল্যবিয়েসহ বিভিন্ন কারণে ঝরে পড়া শিক্ষার্থীর হারও বেশি। আমরা এসব নিয়ে কাজ করছি।’

বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। অংশগ্রহণমূলক এ সভায় জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আব্দুর রউফ ভূঁইয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর