Logo

সারাদেশ

বোয়ালমারীতে পৌর বিএনপির সম্মেলনের প্রস্তুতি কমিটির সভা

Icon

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১০:৩৭

বোয়ালমারীতে পৌর বিএনপির সম্মেলনের প্রস্তুতি কমিটির সভা

ফরিদপুরের বোয়ালমারীতে পৌর বিএনপির সম্মেলনের প্রস্তুতি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) বিকেল ৪টায় সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল হক মন্টু মিয়ার সাব-রেজিস্ট্রি অফিসের নিজস্ব ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুল কুদ্দুস শেখ এবং সঞ্চালনা করেন সদস্যসচিব মো. আমিনুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য শেখ আফসার উদ্দিন আহমেদ, আ. শুকুর শেখ, মো. জাকির হোসেন, মো. রাসেল আহমেদ, মো. ইমরান হোসাইন, মো. জাহাঙ্গীর আলম কালা মিয়া, কাজী কামরুল হক মিজান, শেখ আজিজুল হক, মো. জাকির হোসেন চৌধুরী, মো. আজিজুর রহমান আজিজ, ফরিদুল ইসলাম, মো. গোলাম রসুল বিশ্বাস, খাঁন আতাউর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, শ্বৈরাচার শেখ হাসিনার বিদায়ের মধ্য দিয়েই দেশের মানুষ মুক্তভাবে মতপ্রকাশের সুযোগ ফিরে পেয়েছে। তারা আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভা শেষে আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা, আহতদের সুস্থতা কামনা এবং বোয়ালমারীর প্রয়াত নেতাকর্মীদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এমএম জামান/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর