Logo

সারাদেশ

বাউফলে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১২:৫৬

বাউফলে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

পটুয়াখালীর বাউফল উপজেলায় ডাকাতির অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর বাউফল উপজেলায় ডাকাতির অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৪ আগস্ট) ভোররাত সাড়ে ৩টার দিকে কাশিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত একজন নিজের নাম রাজীব ওরফে রাজু জানিয়েছেন। তিনি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা। নিহতের নাম উজ্জ্বল (৩২)। তিনি বাউফল উপজেলার বাসিন্দা।

আহত রাজীব দাবি করেছেন, ডাকাত দলের আরেক সদস্য বাচ্চু লুটকৃত নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গেছে। বাচ্চু কালাইয়া ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, আদাবাড়িয়া ইউনিয়নের খলিল হাওলাদার ও আজহার জমাদ্দারের বাড়িতে গভীর রাতে ডাকাতরা প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের মারধর ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১০ লাখ টাকা এবং বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে। পালানোর সময় স্থানীয়রা ডাকাতদের ধাওয়া করে দুজনকে আটক করে গণপিটুনি দেয়। দলের বাকি সদস্যরা লুটকৃত মালামাল নিয়ে পালিয়ে যায়।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, স্থানীয়রা ডাকাতির অভিযোগে দুজনকে আটক করে গণপিটুনি দেয়। পর পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরজনকে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরিফুল ইসলাম সাগর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডাকাতি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর