বান্দরবানে ই-লার্নিংয়ের কুইজ প্রতিযোগিতায় অংশ নিলেন শতাধিক প্রশিক্ষণার্থী

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৫:৩২

ছবি : বাংলাদেশের খবর
ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের বান্দরবান শাখার উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দুপুরে জেলা শহরের রাজার মাঠ সংলগ্ন মুরারী হেবেন মিলনায়তনে এ আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের তিন পার্বত্য জেলার বিভাগীয় প্রধান নিরত বরন চাকমা।
এ সময় উপস্থিত ছিলেন শাখার কো-অর্ডিনেটর মো. মেহেদী হাসান, গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষক মো. আসরাফুজ্জামান, ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষক মো. নোমানুল হক, সীমান্ত দে এবং প্রশিক্ষণার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে নিরত বরন চাকমা বলেন, শুধু প্রশিক্ষণ নয়, মেধা বিকাশের জন্যও এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ। তিনি জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে এ প্রকল্প বান্দরবানে শুরু হয়েছে। ইতিমধ্যে দুটি ব্যাচে ১০০ প্রশিক্ষণার্থী কোর্স সম্পন্ন করেছে এবং বর্তমানে তৃতীয় ব্যাচের ৫০ জন প্রশিক্ষণ নিচ্ছেন।
তিনি আরও বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষিত বেকার যুবরা ঘরে বসে আয় করতে পারছেন। বেকারত্ব দূরীকরণে ই-লার্নিং এন্ড আর্নিং প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান তিনি।
আয়োজকরা জানান, এই কোর্সে বেসিক ইংরেজি, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, স্মার্টফোনের মাধ্যমে প্রশিক্ষণ, সফট স্কিল ট্রেইনিং, ওয়েব ডেভেলপমেন্ট ও ওয়েব ডিজাইন শেখানো হয়। প্রশিক্ষণ শেষে ভাতা ও সনদপত্র প্রদান করা হয়।
সোহেল কান্তি নাথ/এআরএস