-68aade3b337e0.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে বৃক্ষরোপণ ও হাঁস খেলার আয়োজন করেছে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ।
শনিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় কলেজ শাখার উদ্যোগে কর্মসূচির উদ্বোধন করেন অধ্যাপক সাজ্জাদুজ্জামান সিরাজ জয়। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীর।
অনুষ্ঠানে কলেজ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কলেজ লেকে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হাঁস খেলার আয়োজন করা হয়। আয়োজকরা জানান, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতেই এ ধরনের ব্যতিক্রমী কর্মসূচি পরিচালনা করা হয়েছে।
অনুষ্ঠানে সরকারি আজিজুল হক কলেজের সহকারী অধ্যাপক শফি মাহমুদ, যুব উন্নয়ন একাডেমির সভাপতি রবিউল ইসলাম দারুন, গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রওশানুল কাউসার মানিক, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস.এম. মেহেদী হাসান হীরা, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মসূচিটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখা।
জুয়েল হাসান/এআরএস