Logo

সারাদেশ

উল্লাপাড়ায় কষ্টি পাথরের মূর্তি পাচারকালে গ্রেপ্তার ২

Icon

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৫:৪৬

উল্লাপাড়ায় কষ্টি পাথরের মূর্তি পাচারকালে গ্রেপ্তার ২

ছবি : বাংলাদেশের খবর

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পশ্চিম মহেশপুর গ্রামে কষ্টি পাথরের তৈরি একটি মূল্যবান মূর্তি পাচারকালে দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭.১৫ মিনিটে পলাতক আসামি মিরাজ ফকিরের পূর্বদুয়ারীর টিনের ঘর থেকে ৩১.৫৪০ কেজি ওজনের মূর্তিসহ গ্রেপ্তার করা হয় মো. শাহিন আলম (৩০) ও মো. আমিরুল ইসলাম (৪৫)-কে।

র‌্যাব-১২ সদর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর