বাগেরহাটে চার আসন বহালের দাবিতে হরতাল, জনজীবন বিপর্যস্ত

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৫:৫৮
-68aae2392fcad.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা হরতালে রোববার (২৪ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত সড়কপথ অচল হয়ে পড়েছে।
যানবাহনের তীব্র সংকট ও অবরোধের কারণে কর্মজীবী মানুষ, রোগী ও পরীক্ষার্থীরা দৈনন্দিন জীবনে চরম ভোগান্তির মুখে পড়েছেন।
রাস্তায় গাছ ফেলে আটকে দেওয়ায়, বাস না ছাড়ায় দীর্ঘ পথ হেঁটে গন্তব্যে পৌঁছানোই একমাত্র উপায় ছিল। খুলনা থেকে মোড়েলগঞ্জের কালিকাবাড়ি যাচ্ছিলেন মোহাম্মদ মোল্লা।
তিনি জানান, ভোরে অসুস্থ অবস্থায় রওনা হলেও বারবার গাড়ি থেকে নামিয়ে দেওয়ার কারণে দুর্ভোগে পড়েছেন। শিক্ষার্থী ফারহানা আক্তারও খুলনা সিটি কলেজে পরীক্ষা দিতে গিয়ে একই সমস্যার সম্মুখীন হন।
মোরেলগঞ্জ থেকে খুলনার ২৫০ শয্যা মেডিকেল কলেজে মায়ের চিকিৎসার জন্য যাত্রা করা মিজান নামের এক যাত্রীও অবরোধে আটকা পড়েন।
বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব শেখ মোহাম্মাদ ইউনুস বলেন, ‘আমরা ৩০ জুলাই তিনটি আসনের প্রস্তাবের পর থেকে আন্দোলন চালাচ্ছি। নির্বাচন কমিশন আমাদের দাবি মেনে না নেওয়ায় সর্বত্র অবরোধ ও হরতালের ডাক দিয়েছি।’
উল্লেখ্য, নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি ৩০ জুলাই বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটি করার প্রস্তাব দেয়। এই প্রস্তাব বাতিল করে চারটি আসন বহাল রাখার দাবিতে জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটি আন্দোলন চালাচ্ছে। আগামী ২৫ আগস্ট নির্বাচন কমিশনের দপ্তরে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
শেখ আবু তালেব/এআরএস