ঝিনাইদহে যুবলীগ-আ.লীগ নেতাদের জামিন নামঞ্জুর, জেল হাজতে প্রেরণ

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৬:১১
-68aae553aa58a.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন ও জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শাকিল আহমেদকে রোববার (২৪ আগস্ট) আদালতে তোলার পর জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়েছে।
চিফ জুডিশিয়াল চতুর্থ আদালতের বিচারক ওয়াজিদুর রহমান তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গতকাল বিকেলে ঢাকার পান্থপথের একটি রেস্টুরেন্ট থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদেরকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, তারা গত বছরের আগস্ট থেকে পলাতক ছিলেন। শাকিল আহমেদের ওপর ঝিনাইদহে আন্দোলনরত ছাত্র জনতার ওপর হামলার মামলা এবং আশফাক মাহমুদ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বুরহান উদ্দিন/এআরএস