ঠাকুরগাঁওয়ে সরকারি সার বোঝাই ট্রাক আটকের ঘটনায় মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৬:১৬
-68aae69790201.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ঠাকুরগাঁওয়ের রায়পুর ইউনিয়নের দেহন ময়দান বাজারে সরকারি সার বোঝাই একটি ট্রাক আটক হওয়ার ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। বাদী হয়েছেন সদর উপজেলা কৃষি অফিসার নাসিরুল ইসলাম।
মামলায় ট্রাকের মালিক, সারের মালিক, ড্রাইভার ও হেল্পারসহ অজ্ঞাত আরও ৩–৪ জনকে আসামি করা হয়েছে। ট্রাকে থাকা ৩০০ বস্তা সার যার আনুমানিক মূল্য ৪ লাখ ৫ হাজার টাকা। সদর থানার পরিদর্শক শফিউল ইসলাম মামলার তদন্ত করছেন।
সদর উপজেলা কৃষি অফিসার নাসিরুল ইসলাম জানান, আদালতের অনুমতি পেলে এই সার প্রান্তিক কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিতরণ করা হবে।
আবু সালেহ/এআরএস