কুয়াকাটায় স্বেচ্ছাসেবকদল নেতাসহ তিন বাসায় দুর্ধর্ষ ডাকাতি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৬:৩৩
-68aaea798580e.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পটুয়াখালীর মহিপুরে স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আতিকুর রহমান মিলনসহ তিনটি বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) মধ্যরাতে লতাচাপলী ইউনিয়নের আলীপুরস্থ মিলনের বাসায় এ ঘটনা ঘটে। ডাকাতচক্র মিলনের বাসা থেকে ৭ ভরি স্বর্ণালংকার, নগদ ৬ লাখ টাকাসহ আনুমানিক ২২ লাখ টাকার মালামাল লুট করে।
একই রাতে পূর্ব আলীপুরের আবুল হোসেন খান ও মহিউদ্দিনের বাসায়ও ডাকাতদের হামলা হয়। আবুল হোসেন খানের বাসায় ছয় আনা ওজনের স্বর্ণালংকার এবং নগদ ৬ হাজার টাকা লুট করা হয়। মহিউদ্দিনের বাসা থেকে আট আনা ওজনের স্বর্ণালংকার এবং ২৫ হাজার টাকা ডাকাতরা নিয়ে গেছে।
আতিকুর রহমান মিলন জানিয়েছেন, তিনি স্বপরিবারে চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছেন। তাঁর বাসায় কেউ উপস্থিত ছিল না। ডাকাতরা ঘরের দরজা ভেঙে প্রবেশ করেছে।
অপরদিকে আবুল হোসেন খানের বাসায় ডাকাতরা জানালার গ্রিল কেটে প্রবেশ করে স্বামী-স্ত্রীর হাত-পা বেঁধে মালামাল লুট করেছে। মহিউদ্দিনের বাসায় সিঁধ কেটে ঢুকে পরিবারের সবাইকে বেঁধে রাখা হলেও কাউকে মারধর করা হয়নি।
মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জাকারিয়া জাহিদ/এআরএস