মহেশখালীতে চিংড়িঘের থেকে যুবককে অপহরণ, পাহাড়ে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৭:১০
-68aaf31905ec3.jpg)
ছবি : সংগৃহীত
কক্সবাজারে মহেশখালীর কালারমারছড়ায় এক যুবককে চিংড়িঘের থেকে তুলে নিয়ে দুর্গম পাহাড়ি এলাকায় গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
নিহতের নাম তোফায়েল আজম সিদ্দিকী (৩২)। তিনি কালারমারছড়ার মৃত ছিদ্দিক আহমদ মাতব্বরের পুত্র এবং জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ তানভীর সিদ্দিকীর চাচা।
রোববার (২৪ আগস্ট) মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, কালারমারছড়ায় একজনকে সন্ত্রাসীরা খুন করেছে বলে অভিযোগ পেয়েছেন।
নিহতের স্বজনরা মরদেহ উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসেন। পুলিশ এ ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখছে এবং আসামীদের আটকের চেষ্টা চলছে।
নিহতের পরিবার জানায়, তোফায়েল আহমেদ কালারমারছড়ার পশ্চিমে আট-দশজন চিংড়ি ঘেরে ছিলেন। রাতে অস্ত্রধারী সন্ত্রাসীরা মাছ লুটের পাশাপাশি তাকে অপহরণ করে নিয়ে যায়।
পরদিন সকালে কালারমারছড়া কালুরব্রিজ সংলগ্ন বাঁশের ঝোপে তোফায়েলের লাশ পাওয়া যায়। নিহতের পরিবার দাবি করেছেন, সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে।
তোফায়েলের ভাই তারেক আজিজ সিদ্দিকী অভিযোগ করেন, এই হত্যাকাণ্ড মহেশখালী উপজেলা আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরিফের নেতৃত্বে সংঘটিত হয়েছে।
তিনি বলেন, ‘৫ আগস্টের পর থেকে আঁধারঘোনা ও নুনাছড়ির পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের রাজত্ব চলছে। আমার ভাই রাতে পারিবারিক চিংড়ি ঘের দেখভাল করছিল, তখন ২০–৪০ জন সন্ত্রাসী এসে চিংড়ি ঘের লুট করে তাকে অপহরণ করে নিয়ে যায়।
ফজরের আগে তাকে নির্মমভাবে গুলি করে কালারমারছড়া মেইন রোডে ফেলে চলে যায়। আমরা প্রশাসনের সহযোগিতা চাই, কিন্তু তারা কিছু করতে পারেনি। মহেশখালীতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। শহিদ তানভীর সিদ্দিকীর চাচাকে হত্যা করে আজ প্রধান উপদেষ্টার কক্সবাজার সফরকেও হুমকি দিয়েছে।’
ইমতিয়াজ মাহমুদ ইমন/এআরএস