চাঁদপুরে ইলিশের বাজার নিয়ন্ত্রণে অভিযান

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৭:১৮
-68aaf4f6ea4ff.jpg)
ছবি : বাংলাদেশের খবর
চাঁদপুরে ইলিশের বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (২৪ আগস্ট) দুপুরে বড় স্টেশন মাছঘাটে অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
অভিযানে মাছঘাটে ইলিশ ব্যবসায়ীর প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয় এবং তাদের মৌখিকভাবে সতর্ক করা হয়। জেলা মৎস্য অফিস, কৃষি বিপণন অধিদপ্তর, স্যানেটারি ইন্সপেক্টর ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
আব্দুল্লাহ আল ইমরান বলেন, ‘অভিযানের মূল উদ্দেশ্য ইলিশের অযৌক্তিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ, ক্রেতাদের স্বার্থ রক্ষা ও ব্যবসায়ীদের স্বচ্ছতা নিশ্চিত করা। অনিয়ম করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এছাড়া, স্ট্যান্ড রোড এলাকায় ফুচকা তৈরি ও লাইসেন্সবিহীন তেল ও গ্যাস মজুদ ও বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আলআমিন ভূঁইয়া/এআরএস