Logo

সারাদেশ

মিঠাপুকুরে ভুল দাগে উচ্ছেদ অভিযান চালানোর অভিযোগ

Icon

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৭:২৯

মিঠাপুকুরে ভুল দাগে উচ্ছেদ অভিযান চালানোর অভিযোগ

ছবি : বাংলাদেশের খবর

রংপুরের মিঠাপুকুরে আদালতের নির্দেশিত জমিতে উচ্ছেদ না করে ভুল দাগে অভিযান চালানোর কারণে তিনটি পরিবার বাড়িঘর হারিয়ে বিপাকে পড়েছেন। রোববার (২৪ আগস্ট) মিঠাপুকুর প্রেসক্লাবে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন করে জমি ফেরত ও দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ভুক্তভোগীরা জানান, তাদের বাড়িঘর ২৬৪৫ দাগে থাকার পরও উচ্ছেদ অভিযান সেখানে পরিচালনা করা হয়। এতে ছেলে-মেয়েসহ প্রায় ১৫টি টিনসেড বাড়িঘর ধ্বংস হয়। বাড়িঘর হারিয়ে এখন তারা স্কুলঘর ও গাছতলায় অবস্থান করছেন।

মিঠাপুকুর সহকারী কমিশনার (ভূমি) ও উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুলতামিস বিল্লাহ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করা হয়েছে। সার্ভে ও নাজিরের ভুল হলে ভুক্তভোগীরা আইনি ব্যবস্থা নিতে পারেন।

জমি দখলকারী সাখোয়াত হোসেন বলেন, ‘যে জমি আদালত বুঝিয়ে দিয়েছে, সেটিই আমার। কেউ সমস্যার সৃষ্টি করলে আইনি ব্যবস্থা নেব।’

মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, ‘উচ্ছেদে সার্ভে ও নাজির ভুল করলে এটি তাদের দায়।’

রাখিবুল হাসান রাখিব/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংবাদ সম্মেলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর