-68aafa914653f.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার ধুনট-গোসাইবাড়ী সড়কের বেহাল দশা দ্রুত সংস্কার ও অতি ভারী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় সামাজিক ও ছাত্রকল্যাণমূলক সংগঠন দর্পণের নেতৃবৃন্দ।
শনিবার (২৩ আগস্ট) তারা ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে বলা হয়েছে, ধুনট-গোসাইবাড়ী সড়কটি এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। প্রতিদিন হাজারো শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ সড়কটি ব্যবহার করেন। বর্তমানে সড়কটি ভাঙা ও খানা-খন্দে ভরা, দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে। যমুনা নদী থেকে অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলন এবং ভারী ট্রাক, ট্রাক্টর ও ডাম্পার চলাচলের কারণে সড়কটির অবস্থা আরও খারাপ হয়েছে।
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান বলেন, ‘বালু উত্তোলন বন্ধ, ভারী যানবাহনের উপর নিয়ন্ত্রণ আরোপ, সড়ক জরুরি ভিত্তিতে সংস্কার ও পরিবেশ সংরক্ষণের দাবিতে স্মারকলিপি প্রদান করেছি। সড়কে বড় বড় গর্ত ও পিচ উঠে যাওয়ায় শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে।’
এলাকার মানুষ ও সামাজিক সংগঠন দীর্ঘদিন ধরে সড়ক সংস্কারের দাবি জানাচ্ছে। তবে এখনও সড়কের অবস্থা যেভাবে, তাতে তাদের দুর্ভোগ কমছে না।
মিনহাজ উদ্দিন/এআরএস