-68aafc73697fb.jpg)
ছবি : বাংলাদেশের খবর
‘আমার শহর, আমার আঙ্গিনা, আমি পরিচ্ছন্ন করি, পরিবেশ রক্ষা করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে আনসার ভিডিপির উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
রোববার (২৪ আগস্ট) ফেনী জেলা আনসার কমান্ড্যান্ট মো: হেলাল উদ্দীন এ অভিযানের উদ্বোধন করেন। জেলা আনসার অফিস সূত্রে জানা যায়, ফেনী শহরের রাঝাজি দিঘির পাড়ের ওয়াকওয়ে, রেলওয়ে স্টেশনের ফুটপাতসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়েছে। এতে ৭০ জন আনসার ভিডিপি প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
জেলা আনসার কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীন বলেন, ‘আনসার ভিডিপির বিভিন্ন প্রশিক্ষণে সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের বিষয়ে শিক্ষণ প্রদান করা হয়। চলতি ২৮ দিনব্যাপী এডভান্সড ট্রেনিংয়ের শেষ পর্যায়ে আজকের আয়োজন শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করেছে।’
তিনি আরও বলেন, ‘আনসার ভিডিপির সদস্যরা সরকারের নির্দেশনায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। এ ধরনের সামাজিক ও জাতীয় দায়িত্বে অংশ নেওয়াকে আমরা অত্যন্ত গুরুত্ব দিই।’
এম. এমরান পাটোয়ারী/এআরএস