Logo

সারাদেশ

ভূঞাপুরে নাশকতা মামলার আসামি গ্রেপ্তারে ধস্তাধস্তিতে ৪ পুলিশ আহত

Icon

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৮:১১

ভূঞাপুরে নাশকতা মামলার আসামি গ্রেপ্তারে ধস্তাধস্তিতে ৪ পুলিশ আহত

ভূঞাপুর থানা (ফাইল ছবি)

টাঙ্গাইলের ভূঞাপুরে নাশকতা মামলার আসামি ও গাবসারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম শেখ (৩৫) গ্রেপ্তার হয়েছেন। এ সময় তাকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে চার পুলিশ কনস্টেবল আহত হন।

শনিবার (২৩ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আলম শেখ উপজেলার মেঘারপটল গ্রামের মো. ফজলুল শেখের ছেলে। রোববার (২৪ আগস্ট) তাকে টাঙ্গাইল সদর থানায় প্রেরণ করা হয়।

ভূঞাপুর থানার ওসি এ কে এম রেজাউল করিম বলেন, নাশকতা মামলার আসামিকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার চেষ্টা করা হয়। পরে ধস্তাধস্তির মধ্যেই তাকে আটক করা সম্ভব হয়।

আব্দুল লতিফ তালুকদার/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর