দুই ট্রলারসহ আরও ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৮:২১
-68ab03b92cde2.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কক্সবাজারের টেকনাফ উপকূলে নাফনদীর নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে দুটি ট্রলারসহ আরও ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।
রোববার (২৪ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির পরিচালক সাজেদ আহমেদ।
তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ শিকারে যাওয়া কয়েকটি ট্রলার ঘাটে ফিরছিল। সে সময় আরাকান আর্মির সদস্যরা দুটি ট্রলারসহ ১৪ মাঝিমাল্লাহকে ধরে নিয়ে যায়। ট্রলার দুটির মালিক টেকনাফের ডেইলপাড়ার ফরিদ আলম ও নাইট্যংপাড়ার ছৈয়দ আলম।
এর আগে শনিবার একই এলাকা থেকে ১২ জেলেসহ একটি ট্রলার এবং ১২ আগস্ট ৫ জেলে, ৫ আগস্ট আরও ২ জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘ঘটনাটি আমরা জেনেছি। তদন্ত ও উদ্ধারের জন্য কাজ চলছে।’
ইমতিয়াজ মাহমুদ ইমন/এআরএস