Logo

সারাদেশ

কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৮:২৭

কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (২৪ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে কর্মশালা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মোফাচ্ছালীন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফেরদৌসুর রহমান এবং উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প ও বিভিন্ন প্রতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। অতিথিরা বলেন, মৎস্য উৎপাদন বাড়াতে, নিরাপদ মাছ সংরক্ষণে এবং সচেতনতা সৃষ্টিতে সম্মিলিত উদ্যোগ জরুরি।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর