বাগেরহাটে হরতাল-অবরোধ শেষে যান চলাচল স্বাভাবিক

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৮:৩৫
-68ab072c0b6a6.jpg)
ছবি : বাংলাদেশের খবর
চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে রোববার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হরতাল ও অবরোধ পালিত হয়েছে বাগেরহাটে। সারাদিন সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও কর্মসূচি শেষে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করে শহর ও মহাসড়ক।
নির্বাচন কমিশনের প্রস্তাব অনুযায়ী বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটিতে আনার সিদ্ধান্তের প্রতিবাদে সর্বদলীয় সম্মিলিত কমিটি এ কর্মসূচির ডাক দেয়।
দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। তবে বিকেল গড়াতেই রাস্তায় যানবাহন নামতে শুরু করে, স্বাভাবিক হয় জনজীবন।
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সর্বদলীয় সম্মিলিত কমিটির সমন্বয়ক এম এ সালাম বলেন, ‘নির্বাচন কমিশন যদি চারটি আসন কমিয়ে তিনটি করতে চায়, তা আমরা মেনে নেব না। প্রয়োজনে জেলাজুড়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’
গত ৩০ জুলাই নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি চারটি আসন কমিয়ে তিনটিতে আনার প্রস্তাব দিলে জেলার বিভিন্ন স্থানে আন্দোলন শুরু হয়। এরই ধারাবাহিকতায় সর্বদলীয় সম্মিলিত কমিটি হরতাল ও অবরোধসহ নানা কর্মসূচি পালন করছে।
শেখ আবু তালেব/এআরএস