Logo

সারাদেশ

মেহেরপুরে হোটেল আটলান্টিকা কাণ্ডে ৬ জনের কারাদণ্ড

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৮:৫৩

মেহেরপুরে হোটেল আটলান্টিকা কাণ্ডে ৬ জনের কারাদণ্ড

ছবি : বাংলাদেশের খবর

বহুল আলোচিত হোটেল আটলান্টিকা পর্নোগ্রাফি মামলায় ছয় আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত। রোববার (২৪ আগস্ট) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন ফরাজী এ রায় ঘোষণা করেন।

রায়ে নাজনিন খান প্রিয়া, হোটেল মালিক মতিয়ার রহমান, তার ছেলে মামুন ও সহযোগী শাহজাহানকে পাঁচ বছরের কারাদণ্ড এবং প্রত্যেককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। নেহাল ও জয়কে ছয় বছরের কারাদণ্ড ও সমপরিমাণ অর্থদণ্ড দেওয়া হয়েছে। জয় এখনও পলাতক।

সাক্ষ্য-প্রমাণের অভাবে মামলার অপর ৯ আসামিকে খালাস দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইদুর রাজ্জাক বলেন, ‘রায়টি দৃষ্টান্তমূলক। এতে প্রমাণ হলো, অপরাধ করলে কেউ ছাড় পায় না।’

মামলার তদন্তে বেরিয়ে আসে, প্রিয়া খান বিভিন্ন ব্যবসায়ী ও কর্মকর্তাদের ফাঁদে ফেলে হোটেলে নিয়ে গিয়ে গোপনে ভিডিও ধারণ করতেন এবং পরে তা দিয়ে চাঁদাবাজি করতেন।

আকতারুজ্জামান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মামলা আদালত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর