Logo

সারাদেশ

তিন দফা দাবিতে মহাসড়ক অবরোধ করল ববি শিক্ষার্থীরা

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৯:৩৭

তিন দফা দাবিতে মহাসড়ক অবরোধ করল ববি শিক্ষার্থীরা

ছবি : বাংলাদেশের খবর

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত উন্নয়ন, আয়তন বৃদ্ধি ও নিরাপদ পরিবহন ব্যবস্থার দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

রোববার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মহাসড়ক অবরোধ করলে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শিক্ষার্থীরা জানান, একই দাবিতে প্রায় ২৫ দিন ধরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেও বিশ্ববিদ্যালয় প্রশাসন বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কোনো প্রতিনিধি তাদের সঙ্গে যোগাযোগ করেননি। তাই তারা বাধ্য হয়ে মহাসড়ক অবরোধে নামেন।

তাদের অভিযোগ, কীর্তনখোলা নদীর তীরে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে ১৪ বছরেও শ্রেণিকক্ষ সংকট কাটেনি। বর্তমানে সাতটি অনুষদে ২৫টি বিভাগের প্রায় ১০ হাজার শিক্ষার্থীর জন্য প্রয়োজন অন্তত ৭৫টি শ্রেণিকক্ষ; কিন্তু রয়েছে মাত্র ৩৬টি। ফলে অনেক সময় খোলা মাঠে পাঠদান করতে হচ্ছে। এছাড়া শিক্ষক সংকট ও অবকাঠামোগত ঘাটতির কারণে অধিকাংশ বিভাগে সেশনজট তৈরি হয়েছে।

অবরোধের কারণে মহাসড়কের দু’পাশে বাসসহ শত শত যানবাহন আটকা পড়ে।

বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা তিনটি দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বরিশাল সিটি কর্পোরেশন সড়ক অবরোধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর