Logo

সারাদেশ

সরিষাবাড়ীতে অনলাইন জুয়া বন্ধে সচেতনতা ও কঠোর পদক্ষেপ জরুরি

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৯:৫৮

সরিষাবাড়ীতে অনলাইন জুয়া বন্ধে সচেতনতা ও কঠোর পদক্ষেপ জরুরি

ছবি : সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ফাঁদে পড়ে অনেক তরুণ ও শিক্ষার্থী আর্থিক ও মানসিক বিপর্যয়ে পড়ছেন। বিশেষ করে ‘বিমান ক্র্যাশ (Aviator)’ নামক অনলাইন গেমটি স্কুল ও কলেজ পড়ুয়ার মধ্যে ভয়াবহ আসক্তি তৈরি করেছে।

গেমটি অনলাইন ক্যাসিনো ভিত্তিক এবং ‘Powered by Spribe’ দ্বারা চালিত। ভার্চুয়াল বিমানের ওপর বাজি রেখে খেলোয়াড়দের সঠিক সময়ে ‘Cash Out’ করতে হয়। সময়মতো ক্যাশ আউট না করলে বিমান ক্র্যাশ করে এবং বাজি ধরা সব অর্থ হারিয়ে যায়।

স্থানীয়রা জানিয়েছেন, অনেক তরুণ প্রথমে সামান্য লাভের পর আগ্রহী হন, পরে সব হারিয়ে মানসিক ও আর্থিক বিপর্যয়ে পড়েন। এ পরিস্থিতি তরুণদের মধ্যে বিভিন্ন অপকৌশলে অর্থ সংগ্রহের প্রবণতাও বৃদ্ধি করছে।

বাংলাদেশে অনলাইন জুয়া নিষিদ্ধ হলেও VPN বা বিকল্প লিংক ব্যবহার করে তরুণরা এই খেলায় আসক্ত হয়ে পড়ছে। অনলাইনে ‘Aviator Signal Group’, ‘Crash Prediction Bot’ নামের প্রতারণার গ্রুপও সক্রিয় রয়েছে। মনোবিজ্ঞানের ভাষায়, এই ধরনের গেমে তরুণরা দ্রুত টাকা জেতার মোহে পড়ে এবং পরে মানসিক হতাশা ও ডিপ্রেশনে ভুগছে।

সরিষাবাড়ীর কলেজ-পড়ুয়া এক শিক্ষার্থী বলেন, ‘শুরুতে ১০০০ টাকা জিতলাম। পরে হাজার হাজার টাকা হারালাম। এখেলা ছাড়তে চাই, কিন্তু পারছি না। যেন হিপনোটাইজ হয়ে গেছি।’

কবি ও সাংবাদিক জাকারিয়া বলেন, ‘অনলাইন জুয়ার নেশা থেকে মুক্ত করতে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় প্রশাসনের সচেতন কার্যক্রম জোরদার করতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে নজরদারি বাড়ানো এবং তরুণদের সচেতন করা এ আসক্তি প্রতিরোধের মূল উপায়। Aviator গেম যেন ডিজিটাল মরণফাঁদ। এখনই পদক্ষেপ নেওয়া জরুরি।’

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান বলেন, ‘অনলাইন জুয়ার ওপর আমাদের নজরদারি অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’

মেহেদী হাসান/এএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর