কুমিল্লায় জমি বিরোধে বৃদ্ধকে হত্যা, অভিযুক্ত আটক

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ২০:০১
-68ab1b2f400c5.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কুমিল্লার হোমনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রফিকুল ইসলাম প্রকাশ বেঙ্গা (৬৫) নামের এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। ঘটনা ঘটে রোববার (২৪ আগস্ট) সকালে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি দক্ষিণ পাড়ায়। নিহত রফিকুল ওই গ্রামের মৃত ছুনু মিয়ার ছেলে।
স্থানীয়রা অভিযুক্ত অলেক মিয়াকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে। সে নিহতের চাচাতো ভাই ও একই বাড়ির মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং অভিযুক্তকে আটক করে।
নিহতের স্ত্রী রাশিদা বেগম অভিযোগ করেছেন, ‘আমজাদ হোসেন, আবুল হোসেন, আমির আলী, কমিক মিয়াসহ তিন পরিবারের ১০–১২ জন দশ লাখ টাকা বাজেট করে আমার স্বামীকে হত্যার পরিকল্পনা করেছিল। আমি বিষয়টি হোমনা থানায় লিখিতভাবে জানিয়েছিলাম, কিন্তু স্বামীকে বাঁচাতে পারিনি। আজ সকালে তাঁকে হত্যা করা হয়েছে। আমরা তার হত্যার ন্যায় বিচারের দাবিতে আছি।’
হোমনা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, ‘মৃত্যুর পেছনে মূল কারণ ছিল জমি সংক্রান্ত দ্বন্দ্ব। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।’
সোহাগ/এআরএস