ধারাম হাওরে নৌকাডুবিতে নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ২০:০৯
-68ab1d08cf583.jpg)
ছবি : বাংলাদেশের খবর
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধারাম হাওরে নৌকাডুবিতে শিশুসহ দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) সকাল ও বিকেলের মধ্যে পুলিশের এবং ফায়ার সার্ভিসের ডুবুরিরা ধাপে ধাপে দুইজনের ভাসমান মরদেহ উদ্ধার করেন।
প্রথমে সকাল ১০টায় ধারাম হাওরের মাগুরিয়া এলাকা থেকে বিয়ের ঘটক শামসুদ্দিন (৬০)-এর লাশ উদ্ধার করা হয়। এরপর বিকেল ৫টায় একই হাওর থেকে ৭ বছর বয়সী শিশু নুসরাত জাহানের লাশ উদ্ধার করা হয়।
পূর্ববর্তী ঘটনার বিবরণ অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কান্দাপাড়া গ্রাম থেকে ইঞ্জিনচালিত ছোট নৌকায় মহেশপুর গ্রামের উদ্দেশ্যে যাত্রা করছিলেন সাতজন।
হঠাৎ ঝড়ো বাতাস ও ঢেউয়ের কারণে নৌকাটি হাওরে ডুবে যায়। স্থানীয় জেলেদের সহযোগিতায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা হলেও শামসুদ্দিন ও শিশু নুসরাত নিখোঁজ ছিলেন।
উদ্ধারকৃত নিহতদের মধ্যে শামসুদ্দিন ছিলেন কেশবপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে। শিশু নুসরাত জাহান ছিলেন কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক বলেন, ‘মাগুরিয়া এলাকা থেকে সাত ঘণ্টার ব্যবধানে নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে তাদের মরদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।’
এআরএস