Logo

সারাদেশ

সিদ্ধিরগঞ্জে কম্প্রেসর বিস্ফোরণে শিশু নিহত, দগ্ধ ৮

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ২০:১৭

সিদ্ধিরগঞ্জে কম্প্রেসর বিস্ফোরণে শিশু নিহত, দগ্ধ ৮

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে একটি ভাড়া টিনশেড বাসায় বিস্ফোরণে দগ্ধ এক মাস বয়সী শিশু ইমাম উদ্দিন মারা গেছে। তার মৃত্যু হয়েছে রোববার (২৪ আগস্ট) সকাল ৭টা ৫০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত আবাসিক সার্জন সুলতান মাহমুদ জানান, শিশুর শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল। তিনি আরও বলেন, দগ্ধদের মধ্যে একজন ছাড়া বাকি সবাইয়ের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার সূত্রপাত হয়েছিল ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের কারণে। আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরন মিয়া বলেন, বিস্ফোরণের ফলে আগুন লেগে দুই পরিবারের সদস্যরা দগ্ধ হন।

বিস্ফোরণে আহতদের মধ্যে আটজনকে ঢাকায় ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন- আসমা বেগম (৩৫), মেয়ে তিশা (১৭), ছেলে আরাফাত (১৫), আসমার বোন সালমা বেগম (৩২), তার স্বামী হাসান (৪০), মেয়ে মুনতাহা (৮), জান্নাত (৪)।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, আসমার শরীরের ৪৮%, তিশার ৫৩%, আরাফাতের ১৫%, সালমার ৪৮%, হাসানের ৪৪%, মুনতাহার ৩৭% এবং জান্নাতের ৪০% দগ্ধ হয়েছে।

দগ্ধ হাসানের ছোট ভাই রকিবুল জানান, তাদের পরিবারের সব সদস্য দিনমজুরের কাজ করতেন। তারা সিদ্ধিরগঞ্জের একটি আধা সেমিপাকা ঘরে থাকতেন। স্থানীয় বাসিন্দা মো. মামুন জানান, আগুনের ঘটনায় দুই পরিবারের মানুষ দগ্ধ হয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ঘটনার তদন্ত চলছে, সঠিকভাবে কীভাবে বিস্ফোরণ ঘটেছে তা এখনও জানা যায়নি।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর