হিলি বন্দরে ব্লিচিং পাউডার লোডের সময় ট্রাকে আগুন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ২০:২৩
-68ab20749c099.jpg)
ছবি : বাংলাদেশের খবর
দিনাজপুরের হিলি স্থলবন্দর, পানামা পোর্টে রোববার (২৪ আগস্ট) বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বন্দরের ওয়্যারহাউজের তিন নম্বর শেডে ব্লিচিং পাউডার ট্রাকে তোলার সময় হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে একটি বাংলা ট্রাকে ব্লিচিং পাউডার লোড দেওয়ার সময় আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে হাকিমপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় অর্ধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে প্রায় ৮ লাখ ৫০ হাজার টাকার ক্ষতির সম্ভাবনা দেখানো হয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।
হিলি স্থলবন্দরের পানামা পোর্টের পরিদর্শক সেলিম রেজা জিন্না জানান, ‘আগুন লাগার কারণ এখনো নিশ্চিত নয়। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।’
আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি হেলেন জানান, শেডে প্রায় ৪০ মেট্রিক টন ব্লিচিং পাউডার মজুত ছিল। এর মধ্যে তিনটি ট্রাকে পণ্য ওঠানো শেষ হলেও চতুর্থ ট্রাকে লোড দেওয়ার সময় দুর্ঘটনা ঘটে।
এআরএস