চট্টগ্রামে মসজিদে বারবার চুরি, নিরাপত্তাহীনতায় পটিয়ার স্থানীয়রা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ২০:২৬

ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রামের পটিয়ার বড়লিয়া গ্রামের আয়েশা বিনতে আবু বকর (রা.) জামে মসজিদও ফতে ইউসুফ রহমানিয়া জামে মসজিদে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৩ আগস্ট) গভীর রাতের এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
স্থায়ী বাসিন্দা মোহাম্মদ খোরশেদ আলম বলেন, ‘গভীর রাতে চোরের দল মসজিদের গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা মসজিদের আইপিএস ও মাইকের জন্য ব্যবহৃত ৩টি হ্যামকো ব্যাটারি চুরি করে নিয়ে যায়।’
এলাকার আরেক বাসিন্দা আবদুল শুক্কুর বলেন, ‘২০২৩ সালেও একই কায়দায় এই মসজিদে চুরির ঘটনা ঘটেছিল।’
স্থানীয়রা অভিযোগ করেন, ‘বারবার পুলিশের কাছে গেলেও কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়নি। পুলিশের অবহেলার কারণেই আবারও চুরির ঘটনা ঘটেছে। আমাদের এলাকায় পুলিশের কোনো টহল দেখা যায় না। ফলে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।’
একজন মুসল্লী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পবিত্র মসজিদে বারবার চুরি হওয়া আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের উচিত এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা।’
এ ঘটনায় প্রশাসনের কঠোর নজরদারি ও চোরচক্রকে গ্রেপ্তারের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ইমরান হোসেন মুন্না/এএ