Logo

সারাদেশ

গাজীপুরে ট্রাফিক পুলিশ সপ্তাহের উদ্বোধন

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ২০:২৬

গাজীপুরে ট্রাফিক পুলিশ সপ্তাহের উদ্বোধন

ছবি : বাংলাদেশের খবর

ChatGPT said:

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ‘ট্রাফিক পুলিশ সপ্তাহ’ রোববার (২৪ আগস্ট) উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে ট্রাফিক সপ্তাহের সূচনা করেন জিএমপি পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান। অনুষ্ঠানটি গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, ‘রাস্তা যদি খানা-খন্দ বা পানি জমে থাকে, তবে যানজট হওয়াই স্বাভাবিক। এ সমস্যা নিরসনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধু ট্রাফিক পুলিশ নয়, সাধারণ মানুষকেও সহযোগিতা করতে হবে।’

তিনি আরও বলেন, “কিছু সময় অভিযোগ আসে যে ট্রাফিক পুলিশ যেসব বিষয়ে মামলা দেওয়া উচিত, তা হয়নি, আবার যেসব বিষয়ে মামলা দেওয়া হয়নি তা দেওয়া হয়েছে। এই সমস্যা সমাধানে প্রতিটি পুলিশ সদস্যের বডি ক্যামেরা ব্যবহার করা হবে এবং তা মনিটরিং করা হবে।”

পুলিশ কমিশনার বলেন, ‘শৃঙ্খলাবদ্ধ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। সবাই যদি দায়িত্বশীলভাবে সড়ক ব্যবহার করে, তাহলে যানজট ও দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।’

উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ট্রাফিক সপ্তাহ ২৪ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত চলবে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গাজীপুর সিটি কর্পোরেশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর