মানিকগঞ্জে ‘ম্যাক্স ফুট ওয়্যার’ শোরুমের যাত্রা শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ২০:৩৮
-68ab23fccc8c1.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মানিকগঞ্জ শহরের মোতালেব প্লাজায় নতুন জুতার শোরুম ‘ম্যাক্স ফুট ওয়্যার’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। রোববার (২৪ আগস্ট) সকাল ১১টায় প্রোপাইটর মাসুমা আক্তারের উদ্যোগে শোরুমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ কামরুল হক, মো. ইসহাক, এস. এম. ইসমাইল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মানিকগঞ্জে মানসম্মত জুতার একটি শোরুম দীর্ঘদিনের অভাব ছিল। ম্যাক্স ফুট ওয়্যার সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, ক্রেতারা এখানে মানসম্মত পণ্য ও সুলভ মূল্যে জুতা সংগ্রহ করতে পারবেন।
প্রোপাইটর মাসুমা আক্তার জানান, শোরুমে দেশীয় ও বিদেশি মানসম্পন্ন জুতার পাশাপাশি ভিন্নধর্মী ডিজাইন ও আধুনিক ফ্যাশনসমৃদ্ধ কালেকশন রাখা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শোরুমটি ক্রেতাদের আস্থার জায়গা হয়ে উঠবে।
উদ্বোধনী অনুষ্ঠানের শেষে অতিথি ও ক্রেতাদের মাঝে তোবারক বিতরণ করা হয়। এছাড়া নতুন উদ্বোধন উপলক্ষে বিভিন্ন জুতায় ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে।
আফ্রিদি আহাম্মেদ/এআরএস