-68ab26435b697.jpg)
ছবি : সংগৃহীত
নড়াইলে খাল থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) বিকেলে লোহাগড়া উপজেলার কামঠানা বেড়িবাঁধ এলাকায় একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নড়াইল লোহাগড়া উপজেলার কামঠানা বেড়িবাঁধ এলাকায় খালে বেলায়েতের একটি পাটের জাগ হারিয়ে যায়। হারিয়ে যাওয়া পাটের জাগ খুঁজতে বের হন তিনি। খালের চারিপাশে খোঁজাখুজির এক পর্যায়ে একটি লাশ ভেসে থাকতে দেখেন তিনি। খালে ভেসে থাকা লাশ দেখে স্থানীয়দের ডাক দেন বেলায়েত।
পরে স্থানীয়রা খবর দিলে লোহাগড়া থানা পুলিশ মরাদেহটি উদ্ধার করে।
লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ দেখে মনে হচ্ছে সে একজন যুবক। তার বয়স ২৫ থেকে ৩০ বছর হবে। মরদেহের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।
কৃপা বিশ্বাস/এআরএস