শ্রীপুরে স্কুলছাত্রী ধর্ষণের চেষ্টা, বৃদ্ধকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ২০:৫৬
-68ab28043aa76.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুরে পরীক্ষা শেষে বিদ্যালয় থেকে ফেরার পথে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে জালাল মিয়া (৬৫) নামে এক বৃদ্ধকে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।
রোববার (২৪ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামের বাঘের চালা জঙ্গলে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত জালাল মিয়া শিশুটির প্রতিবেশী। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। জালাল মিয়া চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুর চিৎকারে স্থানীয়রা দ্রুত এগিয়ে আসে, অভিযুক্তকে আটক করে গণধোলাই দেয় এবং পুলিশে হস্তান্তর করে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস বলেন, ‘দুপুরে শিশুর চিৎকারে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে হস্তান্তর করেছেন। পুলিশ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে অভিযুক্তকে হেফাজতে রাখা হয়েছে। ধর্ষণের চেষ্টা সংক্রান্ত মামলা প্রক্রিয়াধীন।’
হয়দেবপুর দরগারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসমা আক্তার জানান, ‘পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ছাত্রীর ওপর এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই আইন অনুযায়ী দ্রুত বিচার হোক।’
সোহেল/এআরএস