নিক্সন চৌধুরীর সহযোগী যুবলীগ নেতা গ্রেপ্তার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ০৮:৩৭

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিস্ফোরক মামলায় মিজানুর রহমান (৪৮) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
রোববার (২৪ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার মালিগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ভাঙ্গা থানা পুলিশ।
মিজানুর রহমান ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হীরালদি গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি সাবেক এমপি নিক্সন চৌধুরীর আস্থাভাজন হিসেবে এলাকায় পরিচিত।
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, বিস্ফোরক মামলায় মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ইমরান মুন্সী/এমবি