Logo

সারাদেশ

খুলনায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক দুমড়ে-মুচড়ে নিহত ২

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১০:১৭

খুলনায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক দুমড়ে-মুচড়ে নিহত ২

খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়ে-মুচড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ছবি : বাংলাদেশের খবর

খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়ে-মুচড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও দুইজন আহত হয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) সকাল ৮টা ৩৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের জনসংযোগ শাখার কর্মকর্তা আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ছিল প্রায় ৬ কিলোমিটার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাতে তাদের সময় লেগেছে মাত্র ৭ মিনিট।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুতগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এনএমএম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত ব্রেকিং নিউজ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর