Logo

সারাদেশ

দেশ নির্বাচনের জন্য প্রস্তুত : প্রধান উপদেষ্টা

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৫:৪৬

দেশ নির্বাচনের জন্য প্রস্তুত : প্রধান উপদেষ্টা

ছবি : বাসস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, এক বছর আগে সংঘটিত হত্যাযজ্ঞ ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশ এখন স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত।  

সোমবার (২৫ আগস্ট) কক্সবাজারের একটি হোটেলে রোহিঙ্গা অংশীজন সংলাপের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। 

প্রধান উপদেষ্টা বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হস্তান্তর করবে।

এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব তুলে ধরে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

তার প্রস্তাবের মধ্যে রয়েছে—রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের রোডম্যাপ প্রণয়ন, দাতাদের সহায়তা অব্যাহত রাখা, মিয়ানমার কর্তৃপক্ষ ও আরাকান আর্মির কাছে নিরাপত্তা ও জীবিকা নিশ্চিত করা, রোহিঙ্গাদের সঙ্গে গঠনমূলক সংলাপ, আসিয়ানের সক্রিয় ভূমিকা, গণহত্যার বিরুদ্ধে কঠোর অবস্থান এবং আন্তর্জাতিক আদালতে জবাবদিহিতা ত্বরান্বিত করা।

  • ইমতিয়াজ মাহমুদ ইমন /এএ/এমআই


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রধান উপদেষ্টা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর