Logo

সারাদেশ

গাইবান্ধায় ৩ দিনে ৩০ কঙ্কাল চুরি, এলাকা জুড়ে চাঞ্চল্য

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৫:৫৫

গাইবান্ধায় ৩ দিনে ৩০ কঙ্কাল চুরি, এলাকা জুড়ে চাঞ্চল্য

ছবি : বাংলাদেশের খবর

গাইবান্ধার সাঘাটার কচুয়া ইউনিয়নের ৩টি গ্রামের পারিবারিক কবরস্থান থেকে গত ৩ দিনে ৩০টি মানুষের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি (২৪ আগস্ট) রোববার স্বজনদের নজরে আসায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় উৎসুক জনতা কবরস্থান গুলিতে ভিড় জমায়।

বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী খন্দকার।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে এই এলাকায় বৃষ্টিপাত হওয়ার সুযোগে চোরেরা নিরিবিলি পাওয়ায় রাতের আঁধারে কচুয়া, সরদার পাড়াসহ  এলাকার বিভিন্ন কবরস্থান থেকে ৩০টি কঙ্কাল চুরির করে নিয়ে যায়। এভাবে কঙ্কাল চুরি হওয়ায় অনেকটা মর্মাহত নিহতদের আত্মীয়-স্বজনরা। তারা অন্যান্য কবরের কঙ্কাল রক্ষায় স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

স্থানীয় বাসিন্দা আলতাফ মিয়া বলেন, রাতের আঁধারে কচুয়া সরদার পাড়া ও আখকচুয়া এলাকার কবরস্থানের ১৮টি কবর থেকে কঙ্কাল চুরির করে নিয়ে গেছে। এক রাতে এভাবে কঙ্কাল চুরি হওয়ায় স্বজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কবরের কঙ্কাল রক্ষায় স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করি।

এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, ‘এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।’

  • আতিকুর রহমান/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর