Logo

সারাদেশ

হিলি স্থলবন্দরে দুই মাসে রপ্তানি আয় ১৮ কোটি

Icon

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৬:২৪

হিলি স্থলবন্দরে দুই মাসে রপ্তানি আয় ১৮ কোটি

ছবি : বাংলাদেশের খবর

দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি কার্যক্রম বেড়েছে উল্লেখযোগ্য হারে। এর ফলে বৈদেশিক মুদ্রার আয়ও আগের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে।

চলতি অর্থবছরের ৩০ জুন থেকে এ পর্যন্ত (২০ আগস্ট) মোট ২ হাজার ৯১ টন পণ্য ভারতে রপ্তানি হয়েছে। এসব রপ্তানি থেকে বাংলাদেশ অর্জন করেছে ১৭ লাখ ১০ হাজার ৫০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ কোটি টাকার সমান।

দীর্ঘদিন ধরে হিলি স্থলবন্দর মূলত আমদানি নির্ভর থাকলেও সাম্প্রতিক সময়ে রপ্তানির ধারা বাড়ছে। বর্তমানে রপ্তানিকৃত পণ্যের মধ্যে রয়েছে- রাইস ব্রান (তুষের তেল) ঝুট কাপড়, টোস্ট বিস্কুট, নুডুলস, ম্যাংগো জুসসহ বিভিন্ন বেকারি পণ্য।

বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম বলেন, ‘রপ্তানি বৃদ্ধির ফলে সরকারের রাজস্ব বাড়ার পাশাপাশি অনেক শ্রমিকও কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘ভারতের ভেতরে কিছু প্রশাসনিক জটিলতা সমাধান হলে রপ্তানির পরিমাণ আরও বাড়বে।’

  • লুৎফর রহমান/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আমদানি-রপ্তানি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর