বিদ্যুতের শূন্য পদে অবিলম্বে নিয়োগ ও সিবিএ নির্বাচন দাবি

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৭:১৫
-68ac45cca05f6.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, বিদ্যুৎ শ্রমিকরা জীবন ঝুঁকি নিয়ে দিনরাত মানুষের সেবায় কাজ করছেন, অথচ তাদের জীবন ও চাহিদা নিয়ে কর্তৃপক্ষ উদাসীন। বিদ্যুৎ শ্রমিকরা নানা সমস্যায় জর্জরিত, যা অবিলম্বে সমাধান করা দরকার।
সোমবার (২৫ আগস্ট) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী ইউনিয়ন (বি-১৫০৫), চট্টগ্রাম মহানগর আয়োজিত শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভার সভাপতিত্ব করেন ইউনিয়নের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি মো. মাহবুবুর রহমান এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ইলিয়াছ পাটোয়ারী মাসুদ।
তিনি আরও বলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো সকল শ্রমিকের সমান অধিকার নিশ্চিত করা। কিন্তু বিদ্যুৎ শ্রমিকরা বহু বৈষম্যের শিকার, যেখানে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করার পরও তাদের নিরাপত্তা বিহীন পোশাক, যথাযথ পারিশ্রমিক, যাতায়াত ও আবাসনের সুব্যবস্থা নেই।
তিনি দাবি করেন, বিদ্যুতের শূন্য পদে অবিলম্বে নিয়োগ দিতে হবে এবং শ্রমিকদের সমস্যার সমাধান ও প্রতিনিধি নিশ্চিত করতে সিবিএ নির্বাচন দ্রুত অনুষ্ঠিত হোক।
এআরএস