Logo

সারাদেশ

এক ইলিশের দাম ৬ হাজার

Icon

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৯:৫৫

এক ইলিশের দাম ৬ হাজার

ছবি : বাংলাদেশের খবর

কুয়াকাটার উপকূলে জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় কুয়াকাটা মেয়র বাজারে নিলামের মাধ্যমে মাছটি ৬ হাজার ৮০ টাকায় বিক্রি হয়।

মাছটি প্রথমে বাজারে নিয়ে আসেন লেম্বুর বন এলাকার জেলে মাসুম। তিনি জানান, বিকেলের দিকে গুনে জাল তুলতে গেলে ইলিশটি তার জালে ধরা পড়ে। পরে মেয়র বাজারে এনে নিলামে তোলেন তিনি। নিলামে ৬ হাজার ৮০ টাকায় মাছটি কিনে নেন সততা ফিসের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহাক।

রব্বানী ফিসের ব্যবস্থাপনা পরিচালক মো. রুবেল বলেন, ‘একটি মাছ এ দামে বিক্রি হওয়া জেলেদের জন্য বড় আনন্দের খবর। বড় ইলিশ এখন খুব কম আসে, তাই আমরা নিলামে তুলেছি।’

সততা ফিসের পরিচালক মো. সোহাক বলেন, ‘এত বড় ইলিশ এই বাজারে সচরাচর দেখা যায় না। ঢাকায় বিক্রির জন্য প্রস্তুত রেখেছি।’

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘বড় আকারের ইলিশ ধরা পড়া উপকূলীয় জেলেদের জন্য সুখবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলের জেলেদের জালেও এখন বড় ইলিশ উঠছে।’

  • জাকারিয়া জাহিদ/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর