‘দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পেরেছি, কিন্তু বন্ধ করতে পারিনি’

জুয়েল হাসান, বগুড়া
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ২০:২৭
---2025-08-25T195754-68ac72de28717.jpg)
ছবি : বাংলাদেশের খবর
সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, ‘সরকারের মন্ত্রণালয়গুলোর ভেতরে এমন কতগুলো বিষয় আছে, এগুলো সুব্যবস্থা নয়। অন্তর্বর্তী সরকারের জায়গা থেকে একটা পর্যায় পর্যন্ত দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পেরেছি, কিন্তু গভীর স্তর পর্যন্ত দুর্নীতি বন্ধ করতে আমরা পারিনি, এত অল্প সময়ে পারবও না।’
সোমবার (২৫ আগস্ট) বগুড়ায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লাইট হাউজ নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রকল্প এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিগত সরকার ১৬ বছরে যে অনিয়ম করেছে তা এক থেকে দেড় বছরে শুধরানো সম্ভব না। ১৬ বছরের অপশাসন দেড় বছরে একটা সরকার কতটা শুধরে দিতে পারে। মানুষ অনেক কিছু প্রত্যাশা করেন। কিন্তু তাদের সব আশা-প্রত্যাশা সমাধান করা সম্ভব না। দুর্নীতি শুধু অর্থনীতিকে নয়, মানুষের নৈতিকতাকেও ধ্বংস করছে। নাগরিকদের সচেতনতা ও প্রশাসনের জবাবদিহিতাই পারে এই দুর্নীতি ঠেকাতে।’
উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, এনজিওর ভিতরেও অনেক অনিয়ম আছে। ওই জায়গা থেকে ভালো জায়গায় বেরিয়ে আসতে হবে। কীভাবে আমরা দুর্নীতির বাহিরে আসতে পারি সেটা দেখতে হবে। অন্তর্বর্তী সরকার বিগত দিনের অনেক অপশাসন নিয়ন্ত্রণ করতে পেরেছে। আমাদের সকলকে একটা পথ খুঁজতে হবে। যাতে আমরা যোগ্য মানুষ আনতে পারি, যোগ্য এনজিও আনতে পারি। তাদের সাথে যেন রাষ্ট্র কাজ করতে পারে।
তিন বলেন, নারীর অধিকার ও জেন্ডার সমতা নিশ্চিত করা একটি টেকসই সমাজের জন্য অপরিহার্য। এই ধরনের প্রকল্প সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এ ধরনের প্রকল্প চলমান অবস্থায় সংশ্লিষ্টরা দুর্নীতির আশ্রয় নেন। এতে বিনিয়োগকৃত অর্থ অপচয় হয়। যার প্রভাবে আমাদের প্রান্তিক মানুষরা সুফল থেকে বঞ্চিত হন।
আপনাদের খেয়াল রাখতে হবে এই কর্মকাণ্ডগুলো যেন দুর্নীতিমুক্ত থাকে। নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। এই প্রকল্পটি বগুড়াসহ সমগ্র বাংলাদেশে নারীর জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে।
বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, সিভিল সার্জন মোফাখখারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক সোহেল মো. শামসুদ্দীন, জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- লাইট হাউজের নির্বাহী প্রধান মো. হারুন অর রশীদ। প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক মো. মুশফিকুর রহমান। বাংলাদেশ সিভিক অ্যাঙ্গেজমেন্ট ফান্ডের ফান্ড ম্যানেজমেন্ট এক্সপার্ট আজিজা আসফিন পিউ নাগরিকতা প্রোগ্রাম সম্পর্কে ধারণা দেন। এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, গণমাধ্যম কর্মী এবং সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।
- এমআই