Logo

সারাদেশ

শিগগিরই ইলিশের দাম নিয়ন্ত্রণে আসবে : মৎস্য উপদেষ্টা

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ২০:৪২

শিগগিরই ইলিশের দাম নিয়ন্ত্রণে আসবে : মৎস্য উপদেষ্টা

ছবি : বাংলাদেশের খবর

শিগগিরই ইলিশের দাম নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

সোমবার (২৫ আগস্ট) সকালে বরিশাল ক্লাব প্রাঙ্গণে উপকূলীয় এলাকার মহিষের চারণভূমি ও উন্নয়নের সমস্যা এবং সাধন শীর্ষক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘অবৈধ জালের ব্যবহার ইলিশের প্রাপ্যতা কমাচ্ছে। তবে এসবের বিরুদ্ধে আমরা কার্যকর ব্যবস্থা নিচ্ছি। আশা করছি খুব শিগগিরই ইলিশের দাম নিয়ন্ত্রণে আসবে।’ 

ফরিদা আখতার বলেন, ‘ইলিশ সমুদ্র থেকে নদীতে আসে এবং আবার সাগরে ফিরে যায়। কিন্তু বর্তমানে তা হচ্ছে না। সবচেয়ে বড় সমস্যা হলো জাটকা নিধন। কোস্টগার্ড ও নৌবাহিনী অভিযান চালালেও জাটকা শিকার সম্পূর্ণভাবে বন্ধ করা যায়নি।’

তিনি আরও বলেন, ‘কারেন্ট জাল ও অন্যান্য অবৈধ জালের কারণে ইলিশের প্রাপ্যতা দিন দিন কমছে। এগুলোর বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান নিচ্ছি। অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ ধরা বন্ধ করছি। আশা করি আগামীতে উৎপাদন বাড়বে এবং বাজারে দামও কমবে।’

মহিষের চারণভূমি সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘চারণভূমি রক্ষা করে মহিষের মাংস উৎপাদন বাড়াতে পারলে দেশে মাংসের সার্বিক সরবরাহও বৃদ্ধি পাবে।’

কর্মশালা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. ওমর ফারুক। এসময় উপস্থিত ছিলেন, পিকেএসএফ উপব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ, বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান, জিজেইউএস নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। 

  • এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ফরিদা আখতার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর