Logo

সারাদেশ

‘চাঁদাবাজদের বিরুদ্ধে বললে হত্যা করা হয়, এমন বাংলাদেশ চাইনি’

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ২১:৩১

‘চাঁদাবাজদের বিরুদ্ধে বললে হত্যা করা হয়, এমন বাংলাদেশ চাইনি’

ছবি : বাংলাদেশের খবর

চাঁদাবাজদের বিরুদ্ধে বললে হত্যার শিকার হতে হয়, এমন বাংলাদেশ চাইনি বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

সোববার (২৫ আগস্ট) বিকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তা নলজানি এলাকায় নিহত সাংবাদিক তুহিনের ভাড়া বাসায় তার স্ত্রী, সন্তান ও শ্বশুরের সাথে সাক্ষাৎকালে এ কথা জানান তিনি।

অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘এই জাতির জন্য এটা দুর্ভাগ্য যে সন্ত্রাস-চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বললে নির্মমভাবে হত্যা করা হয়। আমরা এই বাংলাদেশ চাইনি, এই বাংলাদেশের জন্য আমরা স্বাধীনতা অর্জন করিনি, এই বাংলাদেশের জন্য আমাদের ৫ আগস্ট হয়নি।’

তিনি আরও বলেন, সাংবাদিকদের উপর আক্রমণ-নির্যাতন করা হয়েছে, হত্যা করা হয়েছে, তাদেরকে দায়িত্ব পালন করতে বাধা দেওয়া হচ্ছে। আমরা সরকারকে এবং রাষ্ট্রকে পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলকে আহ্বান জানাচ্ছি। যারাই অন্যায় করবে তাদেরকে আইনের মুখোমুখি করতে হবে, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে৷

এসময় উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর আমির অধ্যাপক মুহা. জামাল উদ্দিন, সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুক, অফিস সেক্রেটারি আবুসিনা নুরুল ইসলাম মামুন, গাজীপুর-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী শাহ আলম বকশী, গাজীপুর-৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. সালাহউদ্দিন আইয়ুবী, মহানগর কর্মপরিষদ সদস্য মো. নেয়ামত উল্লাহ শাকের, বাসন থানা আমির মাওলানা মো. আকরামুল ইসলাম ।

শেষে নেতৃবৃন্দ নিহত সাংবাদিক তুহিনের স্ত্রীর হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন।

  • কাজী মো. আব্দুল মান্নান/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদাবাজি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর